উদ্যোক্তার স্বপ্ন পূরণে বড়ই অবদান রাখছে Youtube মামা !
বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ৩টি ওয়েবসাইট এর মধ্যে ৩ নাম্বার এ Youtube.। ওয়েবসাইটটি শুরু হইছিল একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হিসেবে ব্যবহার এর জন্য । তবে ধীরে ধীরে ওয়েবসাইটটি রুপ নেই একটি Entrepreneur platform এর দিকে। জনপ্রিয়তা অর্জন করে অনেক বড় Media হিসেবে । ফলে Youtube মামাকে এখন অনেক বড় গুরুও বলা হই।
বর্তমানে এমন কোন সেক্টর নেই যেখানে Youtube এর ব্যবহার নেই । সামাজিক কার্যক্রম , খবর , কমেডি ইত্যাদি হাজারো ক্ষেত্রে অবদান রাখছে । তবে তরুণদের বেকারত্ব দূর করতে বেশি অবদান রাখছে । এখানে তরুণরা উৎসাহ পাচ্ছে সফল জীবন গড়তে পারার সপ্নকে পূরণ করতে । আর শুধু সপ্নই নই বরং সপ্নকে বাস্তবাইন করে তরুণদের অনুপ্রেরণা হিসেবে মডেলও হইয়ে আছেন অনেকে । যে হারে Youtuber বাড়ছে আমাদের দেশে , সঠিকভাবে অবদান রাখতে পারলে উদ্যোক্তাদের সপ্ন পূরণ টা খুব বেশি দূরে নেই । তোমার চিন্তা, শক্তি , ইচ্ছা এগুলোই হচ্ছে অনেক বড় সাপোর্ট ...।
ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ কে বড় করে দেখতে এবং তা বাস্তবায়ন এ Youtube একটি বড় শক্তি । ফলে ক্ষুদ্র পরিসরের উদ্যোক্তারা তাদের পরিশ্রম এ হইয়ে উটছেন সমাজের জন্য আদর্শবান ।
⇍ এসো এবার জানি আমরা সেই পথগুলো , যা আমাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে পরিণত করবে সফল উদ্যোক্তাই ।
* সর্ব প্রথম Youtube এ ক্যারিয়ার গড়তে চাইলে নজর দিতে হবে সমাজের প্রতিদিন এর সমস্যার উপর ।
* দ্বিতীয়ত, নতুন কিছু করা । এক্ষেত্রে নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দিতে হবে।তবেই তুমি সফল । click for more
No comments: